PGCB Written Exam Question for Mechanical Diploma Engineer(PDF)

Sharing is caring!

Power Grid Company of Bangladesh Limited(PGCB) written Mechanical Diploma,Sub Assistant Engineer Job Question Suggestions 

 

 

১। নিচের সংক্ষিপ্ত শব্দগুলির পূর্ণ নাম লিখুন।

 (ক)ASEAN (খ)AIDS(গ)GATT (ঘ) CDVAT (ঙ)ESAF( চ )SOE(ছ)NAM( জ)PIFA( ঝং)UNHCR(ঞ)IPSA

২। সার্কভুক্ত সকল দেশের রাজধানীর নাম এবং বর্তমান সরকার প্রধানের নাম লিখুন।

৩। ১০ টী বাক্যে ইংরেজিতে একটি paragraph লিখুন।

 Word cup foot-ball-1998

৪। নিচের যে কোন ৬ টী সম্বন্ধে টীকা লিখুনঃ

Boiler efficiency, Fleming’s  right hand rule, Air preheated, Modules of elasticity, Specific gravity, Combined cycle power station,  Economizer , Fire Tube Boiler, Annealing

৫।বয়লার এক্সেসরিজ বলতে কি বুঝায়?উহাদের নাম ও কাজ সংক্ষেপে বর্ণনা করুন।

৬।স্টীম টারবাইন বলতে কি বুঝায়? স্টীম টারবাইন এর শ্রেণীবিভাগ উল্লেখ করুন।

৭।জেনারেটর কাকে বলে?এসি জেনারেটর এর কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করুন।

৮।বর্তমান  বাংলাদেশে কোথায় এবং কত মেগাওয়াট বিদ্যুৎ উতপন্ন হয় এবং সান্ধ্যকালীন পীক ডিমান্ড কত?কাপ্তাই,রাউজান,বাঘাবাড়ী এবং              গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্রে জালানী হিসেবে কি ব্যবহৃত হয়?

৯। বাংলাদেশের কোথায় এবং কত মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

১০। বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য কি এবং কি কি criteria বিবেচনা করা হয়।

১১। আরক ওয়েল্ডিং কাকে বলে ।Brazing ও  soldering এর মধ্যে পার্থক্য কি? Straight polarity বলতে কি বুঝায়?

১২। Argon welding ও Gas Welding কি এবং কি কি গ্যাস ব্যবহৃত হয়?

১৩। লেদ মেশিন কি কাজে ব্যবহৃত হয়? লেদ মেশিন কত প্রকার ও কি কিন।

১৪। থার্মাল ইফিসিয়েন্সি বলতে কি বুঝায়? HP এবং BHP সংজ্ঞায়িত করুন।

১৫।তড়ীত চালক শক্তি কি? বৈদ্যুতিক মটর ও জেনারেটর এর মধ্যে পার্থক্য কি তাহা উল্লেখ করুন।

১৬। স্থিতিস্থাপক গুনাংক,স্থিতিস্থাপক সীমা ,নত বিন্দু, সরবচ্চ সামর্থ্য সংক্ষেপে বর্ণনা করুন।

১৭। পীড়ন ও বিকৃত এর মধ্যে সম্পর্ক বর্ণনা করুণ।

Next Page

Download PDF

 

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus