Civil SAE Job Exam Suggestion Model -1(উপ-সহকারী প্রকৌশলী)

Sharing is caring!

Civil Sub Assistant Engineer(SAE)  Job Exam Suggestion Model  with Answer(PDF)

 

 

১।  আন্ডারপিনিং কি ও কখন করা হয়?

উত্তরঃ বিদ্যমান ভিতের নিচে যে ভিত দেওরা হয় বা বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধির জন্য যে ভিত দেওরা হয় তাকে আন্ডার পেইনিং বলে।

২। লেইটেঞ্চ কি?

উত্তরঃ কংক্রিটের আনুপাতিক উপাদান সমুহের মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে নরম পেস্ট তৈরি হয় কিন্তু ঢালাই করার সময় পেস্টের উপর পেস্টে বুদবুদ ন্যায় সিমেন্টের সাদা স্তরের আবরণ পড়ে যা শুষ্ক হয়ে একটি দুর্বল পাতলা স্তরের সৃষ্টি হয়। একে লেইটেঞ্চ বলে।

৩।সেগ্রিগেশন কি?

উত্তরঃ কংক্রিটের আনুপাতিক উপাদান সমুহের মিশ্রণে পানি প্রয়োগ করে যে পেস্ট তৈরি করা হয় এর ফর্মের মধ্যে ঢালাই করার সময় যদি কোর্স এগ্রিগেট যথাঃ পাথর টুকরা বা সিমেন্ত-বালির মিশ্রণ থেকে পৃথক হয়ে যায় তবে একে সেগ্রিগেশন বলে।

৪। মাটির ভারবহন ক্ষমতা নিরনায়ে টারজাগির সূত্রের সীমাবদ্ধতা গুলো কি কি?

১। sপরিবর্তনে মাটি সংকুচিত হবে এবং ফুটিং এর সামান্য নিম্নমুখী সরণ হবে, যা প্লাস্টিক  জোনে সম্পূর্ণ প্রসারিত হবে না।

২। মাটির পরোক্ষ চাপের হিসাবের জন্য ত্রুটি হবে, তা খুবি সামান্য এবং পূর্বাহ্নিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫। সড়কের এলাইনমেনট এর মৌলিক নীতি মালা বর্ণনা করুণ।

ক। প্রস্তবিত এলাইনমেনট দেশের সর্বশেষ পরিকল্পনার সাথে সম্পর্ক হতে হবে।

খ। রাস্তার দৈর্ঘ্য যত দুর সম্ভাব কম হওয়া উচিত। এ কারনে রাস্তা যতদুর সম্ভাব সোজা করতে হবে।

গ। রাস্তার এলাইনমেনট এমন হওয়া উচিত  যাতে সহজ এবং নিরাপদে গাড়ি চলাচল সম্ভাব হয়।

ঘ। রাস্তার এলাইনমেনট সৌন্দর্যপূর্ণ এলাকা দিয়ে নিয়ে যাওয়া উচিত।

৬। বিপরীত বাক কি?

উত্তরঃ সাধারণ স্পশকের বিপরীত দিকে অবস্থিত দুটি সমান বা ভিন্ন ব্যাসাধের বৃত্ত চাপ দ্বারা গঠিত বাঁককে বিপরীত বাঁক বলে।

৭। রিজিড পেভমেন্ত কি ?

উত্তরঃ সিমেন্ট কংক্রিট রাস্তাকে পেভমেন্ত রাস্তা বলে।

৮। কিউরিং কি?

উত্তরঃ কংক্রিট ঢালাই করার পর ২১ হইতে ২৮ দিন পর্যন্ত উহা সিক্ত রাখা হয়, ইহাকে কিউরিং বলে।

৯। রোড মাকিং(Road marking) কি?

উত্তরঃ রাস্তা পৃষ্ট দেশে বিশেষ রেখা দ্বারা চিহ্নিত করাকে  রোড মাকিং বা ক্যারেজওয়ে মাকিং বা পেভমেন্ত মাকিং বা যখন তাহাদের রং সাদা হয় তখন সাদা লাইন বলে।

১০। ক্রস বিয়ারিং কি?

উত্তরঃ কোন একটি স্বতন্ত্র আলাদা বস্তু বা বিন্দুর অবস্থান নিরনাই করিতে হইলে দুইটি জানা স্টেশন বা বিন্দু হইতে উক্ত স্বতন্ত্র বিন্দুর উপর যে দুইটি বিয়ারিং পরিমাপ করা হয় তাহাকে ক্রস বিয়ারিং বলে। উক্ত বিয়ারিং দ্বয়ের ছেদ বিন্দুই উক্ত স্বতন্ত্র ষ্টেশনের অবস্থান নির্দেশ করে।

You Can See This Posts  

WASA Assistant Engineer’s Civil Exam Question Pattern

 BAPEX,BREB Sub Assistant job Question for Civil

Next Page

Download PDF

 

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus

 

 
Leave a Comment !