35 BCS Viva Question and Important Tips

Sharing is caring!

 

35 BCS Viva  Question and Important Tips  

আমরা সবাই কম বেশী চাকুরীর জন্য হাফসে যাই। দেখা যাই দুই এক দিন পর পর জব সারকুলার দেখি আর চাকুরীর পরীক্ষাতো দিতেই থাকি,কিন্তু দেখা যাই মন মত একটি চাকুরি পাইতে কারও কারও ১০ বছর ও লেগে যাই। প্রায় অনেক Student লিখিত পরীক্ষাই দেখা যাই টিকে যাই কিন্তু মৌখিক পরীক্ষাই তারা আর টিকতে পারেনা। এর জন্য অনেক কারণ আছে। তার মধ্যে একটি হল মৌখিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ গাইড লাইন আমরা অনেকেই অনুসরণ করি না। আজ আমি মোঃ তরিকুল ইসলাম আপনাদের মাঝে কিছু ভুল যা আমরা প্রায় করে থাকি ঐ গুলই তুলে ধরব আশা করি আপনারা উপকৃত হবেন।

১। মৌখিক পরীক্ষা বোর্ডে ইতিবাচক আচারন,শারীরিক ভাষা,মানসিক পক্ততা,চিন্তার গভিরতা,ভাদ্রস্ত উপস্তিতি, সাধারণ কাণ্ডজ্ঞান,ইংলিশে দক্ষতা, ঠাণ্ডা মেজাজ, পরীস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা,এই ব্যাপার গুলো দেখা হই।

২।আপনি কি জানেন, তার চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ,আপনার জানা-বোঝা সম্পর্কে আমার ধারণা কী হল, সেটা। সাধারন একজন প্রার্থীকে দেখার ২০ মিনিট এর মধ্যে তার সম্পর্কে পূর্ণ যে ধারণা জন্মায়, সেটা প্রশ্নের ধরণও ঠিক করে দেই।

৩।বিচলতা ও নার্ভাসনেস কাটানোর কিছুটা দায়িক্ত পরিস্তিতির উপর ছেড়ে দিন।

৪।প্রবেশের সমায়ে হাসি মুখে সালাম ও বের হয়ে যাওয়ার সমায়ে ধন্নবাদ দিতে ভুলে যাবেন না।

৫।দুই ধরনের প্রশ্ন থাকে,তথ্যগত বা অতথ্যগত।সাধারনত অতথ্যগত প্রশ্নের উপর স্যার দের নজর থাকে।

৬।মৌখিক পরীক্ষার কোন আলাদা আলাদা নম্বার হই না,বরং সব মিলিয়ে কর্মক্ষমতার ওপর নম্বার দেত্তয়া হই।

৭।সিভিল সার্ভিস, আপনার বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা রাখুন। আপনি কেন চাকরী টা আশা করছেন, তার উত্তর রাখবেন।

৮।নিজেকে আগ্রহী শ্রোতা হিসাবে দেখান।চেহারাই একটা ভদ্র ভদ্র ভাব ফুটিয়া তুলুন, যাতে আপনার বকা দিতেই কষ্ট লাগে।

৯।শতভাগ শিখেছি ভেবে তার ৬০ ভাগ ভুলে গিয়ে বাকি ৪০ ভাগকে টিকমতো কাজে লাগানোই আর্ট।

১০।আপনার পরীক্ষার তারিখের আগের এক সপ্তাহের কয়েকটা দৈনিক পত্রিকার নিয়মিত চোখ রাখুন।সাম্প্রতিক বিষয়,মুক্তিযুদ্ধ,নিজের সম্পর্কে একটা ভাল ধারণা রাখুন।

১১।স্বাভাবিক থাকুন।নিজের মতো থাকুন। যা সঞ্চই করবেন, তার চেয়ে বেশি কাজে লাগবে যা সাঞ্চই আছে।কী জানেন না,সে টা নিয়ে ভাববেন না।

১২।মাঝে মধ্যে স্মার্টনেস না দাখানোটাই স্মার্টনেস।বোর্ড এ কোন বিষয় নিয়ে তর্ক করবেন না।

১৩।যারা মৌখিক পরীক্ষার বোর্ড এ থাকেন তারা আসোলেই অনেক বেশি অভিজ্ঞ ও বুদ্ধিমান।তারা খুব ভাল ভাবে বোঝেন যে আপনি কি বলছেন,কি লুকাচ্ছেন।

১৪।যদি কোন প্রশ্নের উত্তর দেওয়ার ভিতর অন্য কেউ প্রশ্ন করেন,তাহলে যিনি প্রথমে প্রশ্ন করেছেন তার অনুমতি নিয়ে পরের প্রশ্নটির উত্তর দিতে হবে।

বুদ্ধিমানেরা তর্ক করেন, প্রতিভাবানেরা আগিয়া যান। সাফল্য কখনোই রিজাভ করা যাই না,তাকে আরন করতে হয়।

আশা করি সবাই উপকৃত হবেন ও আমাদের সাথেই থাকবেন  আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে।

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus

Leave a Comment !

4 Comments