Electrical Engineering MCQ Question with Answer for Diploma

Sharing is caring!

Electrical Engineering Job Preparation Short Question For Assistant and Sub Assistant Engineer

 

১।অধিকাংশ অলটারনেটরে কোন ধরনের ফিল্ড টাইপ ব্যবহার হয়?

উত্তরঃ ঘুরন্ত  ফিল্ড টাইপ।

২। অলটারনেটরের ফ্রিকয়েন্সি কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ পোল সংখ্যা ও ঘূর্ণয়নের উপর।

৩।কিসের জন্য একটি বৃহৎ অলটারনেটর ব্যবহ্নত হয়?

উত্তরঃ স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য।

৪। একটি অলটারনেটরের এ সি আরমেচার ওয়ান্ডিং সর্বদা কি ভাবে যুক্ত থাকে?

উত্তরঃ স্টার এ সংযুক্ত থাকে।

৫। অলটারনেটরের মূল অংশ কত টী ?

উত্তরঃ ৩ টী

৬।ইন্ডাকশন মোটর কে আবিস্কার করেন?

উত্তরঃ টেলসা।

৭। রিপালশন মোটরে ব্রাশসমূহ কি ভাবে সংযোগ করা হয়?

উত্তরঃ একটি জাম্পার দিয়ে একত্রে সংযোগ করতে হয়।

৮।ইউনিভারসাল মোটরের স্পীড হ্রাস করা হয় কিভাবে?

উত্তরঃ গিয়ারিং এর মাধ্যমে হ্রাস করা হয়।

৯। একটি মোটর কেন গরম হয়ে যায়?

উত্তরঃ (১) ওভারলোড হলে (২) ওয়ান্ডিং শর্ট হলে।(৩) বিয়ারিং ক্ষয় হলে।

১০। থ্রী ফেজ ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পীড, রোটর স্পীড এবং স্লিপের মধ্যে সম্পর্ক কোন ফরমুলার সাহায্যে নির্ণয় করা হয়?

উত্তরঃ N=(1-S)Ns.

১১।একটি হাসপাতাল ওয়াডের ১/৪ H.P এ ফ্যান চালাতে সর্বপযুক্ত কোন মোটর ব্যবহার করলে ভাল হয়?

উত্তরঃ ক্যাপাসিটর রান মোটর ব্যবহার করলে ভাল হয়।

১২। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে N- টাইপ সেমিকন্ডাক্টরে রুপান্তরের জন্য কি করা হয়?

উত্তরঃ পঞ্চযোজী পরমাণু ডোপিং এর মাধ্যমে।

১৩। একটি ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ভেঙ্গে দুরে চলে গেলে কি হয়?

উত্তরঃ একটি হোল সৃষ্টি করে।

১৪। সিলিকনের ক্ষেত্রে Eg=1.1ev এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে Eg=0.7ev হলে সিলিকন ও জার্মেনিয়ামের এর  কি অবস্থা হয়?

উত্তরঃ  জার্মেনিয়াম অপেক্ষা সিলিকনে কম সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার উৎপন্ন হয়।

১৫। কক্ষ তাপমাত্রায় একটি ইনট্রিনসনিক সেমিকন্ডাক্টরের কারেন্ট ক্যারিয়ার কি কি?

উত্তরঃ ১) হোলস ২) ইলেকট্রনস।

১৬। কোন রেকটিফায়ারের রেকটিফিকেশন রেশিও সবচেয়ে ভাল?

উত্তরঃ থ্রী ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার।

১৭। কোন ধরনের রেকটিফায়ার সবচেয়ে বেশী ব্যবহার হয়?

উত্তরঃ ব্রিজ রেকটিফায়ার।

১৮। একটি LED হইতে যে রঙ বের হয় তাহা কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ ব্যবহিত সেমিকন্ডাক্টর মেটারিয়ালের প্রকারভেদের উপর নির্ভর করে।

১৯। Transistor এর ব্যবহার লিখ।

উত্তরঃ 1) Amplifier circuit এ .

2) Oscillator circuit এ .

3.Imverter circuit এ .

4.Switching circuit এ .

5.Losic circuit এ ।

২০। বাইপোলার ও ইউনিপোলার Transistor বলতে কি বুঝ?

উত্তরঃ বাইপোলার Transistor – যে Transistor এ হোল এবং ইলেকট্রন দুইটি ক্যারিয়ার প্রবাহের ফলে কারেন্ট প্রবাহের সৃষ্টি হয় তাহাকে বাইপোলার Transistor বলে। যেমন- PNP Transistor  এবং NPN Transistor.

ইউনিপোলার Transistor- যে Transistor এ হোল এবং ইলেকট্রন এর যে কোন একটি  ক্যারিয়ার প্রবাহের ফলে কারেন্ট প্রবাহের সৃষ্টি হয় তাহাকে বাইপোলার Transistor বলে।যেমন- FET (Field Effect Transistor)

You can See Also this post 

Power Grid of Bangladesh Job Suggestion with Answer

A full Suggestion ET & EEE Assistant Engineer PGCB,PDB,DPDC,NWPGC

Next Page

Download PDF

 

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus

 
Leave a Comment !