Some Important Useful Computer (Shortcut Key)
Some Important Useful Computer (Shortcut Key), that can save your time and upgrade your computer using
Skills
কম্পিউটার চালানোর বহু শর্টকাট রয়েছে যা আমাদের জানা নেই। কিভাবে দ্রুত চালানো কিংবা লক করা যাবে কিংবা কোনো সমস্যা হলে কী সবার আগে দেখতে হবে এসব বিষয় কখনো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসে। এসব বিষয় নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ করেছে রেডিট, যা তুলে ধরেছে ইন্ডিপেনডেন্ট।
১. কমান্ড প্রমট আনার জন্য অ্যাড্রেস বারে বা ফাইল এক্সপ্লোরারে (‘cmd’) টাইপ করুন।
২. এক্সেলে কাজ করার সময় সর্বশেষ কমান্ডটি আবার করার জন্য (‘F8’) বাটনটি চাপ দিন।
৩. Computer Screen এর শুধু একটি নির্দিষ্ট অংশের (Screenshot) নিতে চান? স্টার্ট বারে (‘Snipping Tool’) খুঁজে বের করুন। এটি সহজেই কাজটি করে দেবে।
৪. যে কোনো সফটওয়্যার ইনস্টলের সময় বিষয়টি সম্পর্কে ধারণা থাকলে অবশ্যই কাস্টম ইনস্টল ব্যবহার করুন। এতে সফটওয়্যারটি বাড়তি ফাইল ইন্সটল করবে না, যা বেশ কিছু সুবিধা দেবে।
৫. Google Chrome Browser এ Developer রা যদি (Inspect Element) দেখতে চান তাহলে, (F12) চাপ দিয়ে (Concole) আনতে পারেন। এতে বিভিন্ন অপশনগুলো খুঁজে পাবেন।
৬. (Windows Key) ও (Direction Arrow) একত্রে চাপ দিলে আপনার বর্তমান উইন্ডো ডানে চলে আসবে।
৭. আপনি যদি আপনার Computer এর (Windows Key + L) এক সাথে চাপেন তাহলে আপনার কম্পিউটার লক হয়ে যাবে ।
৮. Website Browse করার সময় কোনো লিংকের ওপর মাউস কার্সর রেখে মাঝখানের বাটন বা স্ক্রল বাটন চাপলে তা নতুন উইন্ডোতে লিংকটি খুলে দেবে।
৯. Youtube Video দেখার সময় (K) চাপলে তা পজ করবে। অন্যদিকে (J) ও (L) চাপলে ১০ সেকেন্ড করে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড হবে।
১০. কিবোর্ডের কন্ট্রোল ও ইন্টার (Ctrl+Enter) একত্রে চাপলে কোনো Website Like as (focus-banla) type ব্রাউজের সময় (‘www’) ও (‘.com’) দিতে হবে না।
১১. Google Chrome এ কোনো ছবির ওপর (S + রাইট ক্লিক) করলে তা গুগলে ছবিটি সার্চ করবে।
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
You Can Follow us Facebook Group Page Twitter Google Plus
One Comment