Titas Gas,BADC,WZPDCL Job Exam Suggestion(Mechanical)
Titas Gas,BADC,WZPDCL Job Exam Suggestion for Sub Assistant Engineer (Mechanical) Part-5
১।বৈদ্যুতিক চুল্লিতে কোন ধরনের বিদ্যুৎ প্রবাহিত হয়?
উত্তরঃ বৈদ্যুতিক চুল্লিতে এ সি এবং ডি সি উভয় বিদ্যুৎ প্রবাহিত হয়।
২। প্রত্যক্ষ আক্র চুল্লিতে কয়টি ইলেকট্রোড থাকে?
উত্তরঃ প্রত্যক্ষ আক্র চুল্লিতে তিনটি কারবন বা গ্রাফাইটের ইলেকট্রোড থাকে।
৩। ১।বৈদ্যুতিক চুল্লি কত প্রকার ও কী কী?
উত্তরঃ বৈদ্যুতিক চুল্লি প্রধানত ২ প্রকার, যথাঃ
১। বৈদ্যুতিক আক্র।
২। বৈদ্যুতিক আবেশন চুল্লি।
৪। আক্র চুল্লিতে ব্যবহ্নত ইলেকট্রোড কীসের তৈ্রি?
উত্তরঃ আক্র চুল্লিতে ব্যবহ্নত ইলেকট্রোড কারবন বা গ্রাফাইটের তৈ্রি।
৫। আবেশন চুল্লি ক্ষমতা সাধারনত কত হয়?
উত্তরঃ আবেশন চুল্লি ক্ষমতা ৩০০ কেজি থেকে ৬০০০ কেজি।
৬। বৈদ্যুতিক আবেশন চুল্লিতে কোন প্রকারের ইস্পাত অধিক উৎপাদিত হয়?
উত্তরঃ বৈদ্যুতিক আবেশন চুল্লিতে টুল স্টীল এবং ডাই স্টীল অধিক উৎপাদিত হয়।
৭। প্রতি টন ইস্পাত উৎপাদনে কি পরিমান বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়?
উত্তরঃ প্রতি টন ইস্পাতের জন্য 700 থেকে 1000 k wh বিদ্যুতিক শক্তির প্রয়োজন হয়।
৮। আবেশন চুল্লিতে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি সাধারনত কত হয়?
উত্তরঃ আবেশন চুল্লিতে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি সাধারনত ১০০০ থেকে ৩০০০ সাইকেল।
৯। প্রত্যক্ষ বিদ্যুতিক চুল্লিতে আক্র কিভাবে নিয়ন্ত্রন করা হয়?
উত্তরঃ প্রথমে হাত দিয়ে পরবরতীতে আক্র স্থির ইলেকট্রোডের নিচের ধাতু গলে তরল অবস্থায় আসলে আক্র নিয়ন্ত্রন করা হয়।
১০। কোন প্রকার ইস্পাত উৎপাদনের জন্য আবেশন চুল্লি বেশি উপযোগী?
উত্তরঃ অতি উচ্চ মানের ইস্পাত যেমনঃ টুল স্টীল, ডাই স্টীল ইত্যাদি উৎপাদনের জন্য আবেশন চুল্লি বেশি উপযোগী।
You Can see This Post Also
1 Job Exam Question for Mechanical Engineering Part-3
NWPGCL,WZPDCL,BADC Job Question Suggestion Mechanical Part-2
If You want to get the free PDF Download link in your mail and Get Every Post Just Sign Up Below
আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ্,দয়া করে পোস্টটি সবার সাথে Share করুন ও আমাদের Facebook Page এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ।