PGCB Electrical Engineers Written Exam Question Model PDF
Power Grid Company of Bangladesh (PGCB) Job Exam Written Question Model -1 for (EEE) Sub Assistant Engineer
১। টিকা লিখুন Differential Relay,Over Current Relay,Plant Factor,SAG,Corona,Auto Transformer, Skin effect,Marshaling Box
২। উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ শক্তি প্রেরনের সুবিধা কি কি?
৩। বাংলাদেশে বিদ্যমান সঞ্চালন লাইন ভোল্টেজ কত ধরনের ও কি কি?
৪।একটি ৩৩/১১ কেভি ৫ MVA বিদ্যুৎ উপকেন্দ্রের single Line Drawing অংকন করুণ?
৫।সারকিটব্রেকারের বৈশিস্ট উল্লেখ করুণ?
[সার্কিটের যে নিরাপত্তাকারী অংশ ত্রুটিপূর্ণ মাত্রারিক্ত কারেন্ট প্রবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয় তাকে সারকিটব্রেকার বলে]
৬। Synchronization বলতে কি বুঝায়?
৭। দুটী অল্টারনেট প্যারালালে চালাইতে কি কি শর্ত পুরন করতে হবে?
৮। 3-phase4wire and 3 phase 3wire Energy meter কোথায় ব্যবহৃত হয়? বর্ণিত দুই ধরনের মিটারের সংযোগ চিত্র পৃথকভাবে অংকন করুন?
৯। System Engineering ওEquipment Earthing এঁর প্রয়োজনীয়তা এর
১০। ট্রান্সফরমার এঁর ওপেন সার্কিট টেস্ট কেন এবং কিভাবে করা হয়, সংযোগচিত্র সহ লিখুন?
১১। একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ১১/৪ কেভি,থ্রি-ফেজ ৫০০ কেভিএ ৫০ হার্জ ট্রান্সফরমার এর নিম্নচাপ প্রান্তে একটি ১০০০ AMP three phase Air ekt Breaker লাগানো আছেঃ (ক) ট্রান্সফরমারের এর পূর্ণ লোডে এইচটী এবং এল্টী সাইডে কারেন্টের পরিমান নির্ধারণ করুণ? (খ) LT প্রান্তে ৮০% (সর্বাধিক) আম্পিয়ার লোডের জন্য সার্কিট ব্রেকারে কত AMp setting প্রয়োজন?
১২।পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝায়?
১৩।ওপেন সাইকেল গ্যাস টারবাইনের স্কেমেটার ডায়াগ্রামসহ প্রণালী সংক্ষেপে বর্ণনা করুন।
১৪। ইন্ডাকশন মটরে স্টাটারের প্রয়োজনীয়তা বর্ণনা করুন এবং থ্রী-ফেজ ইন্ডাকশন মটর স্টাটিং এর জন্য ব্যবহ্ন বিভিন্ন ধরনের স্টাটারের তালিকা দিন।
১৫। ট্রাস্ফরমারের প্যারালাল অপারেশনের শর্ত গুলো লিখুন।
১৬। পারসেস্ট ইম্পিডেল কি? ১৭। আন্ডার গ্র্যাউন্ড ক্যাব্ল এর সুবিধা ও অসুবিধা কি কি?
১৮। XLPE ক্যাবলের বৈশিষ্ট্য কি? সাবমেরিন ক্যাবল দিজাইনে কি কি শর্তাবলী বিবেচনা করা হয়?
১৯। মোটর কি? ট্রেনে অ ক্রেনে কোন ধরনের মোটর ব্যবহার করা হয় ?
২০।Vertical মোটর কোথায় ব্যবহ্নত হয় এবং সাধারণতঃ কত ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে?
২১। ট্রাস্ফরমারের কনজারভেটর ট্যাঙ্ক এবং সিলিকা জেল কোথায় থাকে? সিলিকা জেল কেন ব্যবহার করা হয়?
২২।সিটি এবং পিটি বলতে কি বুঝায়? এইগুলি কোথায় এবং কেন ব্যবহার করা হয়?
আপনি এই পোস্ট গুলিও দেখতে পারেন
১। উপ-সহকারি প্রকৌশলী,সহকারী প্রকৌশলীদের সহায়ক রচনামূলক প্রশ্ন
Next Page
Download PDF
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
Facebook Group Page Twitter Google Plus