BWDB,BPDB,Civil Engineers Exam Question with Answer
Bangladesh Power Development Board (BPDB) BWDB,Recruitment question papers sample with answer for Junior or Sub Assistant Engineers for (Civil)
১। ভিত্তির গভীরতা নূন্যতম কত ধরিতে হয়?
৪৫ সে.মি./ ৬০ সে.মি./৯০ সে.মি.
উত্তরঃ ৯০ সে.মি.
২। সর্বমোট লোডাকে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা দ্বারা ভাগ করিলে ভিত্তির কি পাওয়া যায়?
দৈর্ঘ্য/গভীরতা/প্রস্থ।
উত্তরঃ প্রস্থ।
৩। যে পাইল, পাইল বসানোর স্থানে ঢালাই করা হয়, তাহাকে—— পাইল বলে।
ক. প্রিকাষ্ট, খ. আর সি সি পাইল, গ. কাষ্ট-ইন-সিটু
উত্তরঃ কাষ্ট-ইন-সিটু।
৪। ——এক প্রকার অস্থায়ী বেষ্টনী যাহা নদী,হ্রাস ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাঁধা দান করে।
ক.শীট পাইল, খ. ড্যাম, গ. কফার ড্যাম
উত্তরঃ কফার ড্যাম।
৫। পানির নীচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো ব্যবহৃত হয় তাহাকে—- বলে।
কেইসন/সিভিন্ডার/কফার ড্যাম।
উত্তরঃ কেইসন
৬। কংক্রিট কয় প্রকার ও কি কি?
উত্তরঃ কংক্রিট চার প্রকারঃ ক. লাইম কংক্রিট খ. সিমেন্ট কংক্রিট গ. আর সি কংক্রিট ঘ. প্রি স্ট্রোসড কংক্রিট
৭। কোনটি কোর্স এগ্রিগেট?
ক. বালি, খ. খোয়া গ. সুরকি, ঘ. সিমেন্ট
উত্তরঃ খোয়া
৮। কোনটি ফইন এগ্রিগেট?
ক. পানি, খ. বালি, গ. সিমেন্ট, ঘ. খোয়া।
৯। শূন্যস্থান পূরণ কর-
ক. যে সমস্ত এলাকায় বেলে মাটি বা নরম মাটির অভ্যান্তরে স্বল্প গভীরতায় শক্ত স্তর পাওয়া যায় সেখানে অধিক লোড সম্পন্ন কাঠামোর লোডকে শক্ত স্তরে স্থানান্তর করার জন্য—– ভিত্তি ব্যবহার করা হয়।
খ. পায়ারের ব্যাস, পায়ারের উচ্চতার—- অংশের চেয়ে কম হইবে না ।
গ. আর্দ্রতার পরিবর্তনে—– সয়েন্স এর সংকোচন প্রসারণ ঘটে।
ঘ. পায়ার ভিতি সাধারণত—–হইয়া থাকা।
ঙ. আন্ডার বীম পাইলে—– এর সংখ্যা বৃদ্ধি করিয়া বহুতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা যায়।
চ. বিত্তির গভীরতা ভিত্তির প্রস্থের সমান বা কম হইলে তাহাকে—- ভিত্তি বলে।
ছ. আন্ডার বীম পাইলে একটি অতিরিক্ত বাল্ব প্রদান করিলে তার বহন ক্ষমতা—— বৃদ্ধি পায়।
উত্তরঃ ক. পায়ার ভিত্তি, খ. , গ. ব্লাক কটন, ঘ.গোলাকার, ঙ. বাল্ব, চ. অগভীর, ছ.৫০%,
১০। Deep foundation বলতে কি বুঝ?
উত্তরঃ ভিত্তির গভীরতা উহার প্রস্থের তুলনায় অনেক বেশী হইলে উহাকে Deep foundation বলে।
১১। ব্যবহার অনুযায়ী পাইল কত প্রকার ও কি কি?
উত্তরঃ ব্যবহর অনুযায়ী পাইল সাত প্রকার।যেমন- ক. বিয়ারিং পাইল খ. ফ্রিকশন পাইল গ. শীট পাইল ঘ. অ্যাংকোর পাইল ঙ. ব্যাটার পাইল চ. ফেন্ডার পাইল ছ. কম্পাকশন পাইল
১২। শূন্যস্থান পূরণ করঃ-
ক.—– পাইল মাটির অভ্যন্তরের শক্ত স্তর পর্যন্ত পৌছান হয়।
খ.—— পাইল শক্ত স্তর পর্যন্ত প্রবেশ করানো হয় না।
গ.—— পাইল রিটেইনিং ওয়াল হিসাবে কাজ করে।
ঘ. আনুভূমিক টানা বলকে প্রতিরোধ করার জন্য—— পাইল ব্যবহার করা হয়।
ঙ.—— পাইল সাধারণতঃ কাঠের ব্যবহার হয়। চ. বর্তমানে পাইল ভিত্তির ব্যবহার—–।
ছ. ঘর্ষণ পাইল হিসাবে,—– পাইল বেশি ব্যবহার হয়
উত্তরঃ ক. বিয়ারিং, খ.ফ্রিকশন গ. শীট, ঘ. অ্যাংকোর, ঙ. ফেন্ডার, চ. সর্বাধিক ছ. টিম্বার,
১৩। ডিজাইন কী?
উত্তরঃ একটি দ্রব্যের প্রকৃ্ত ডিজাইন করতে যে যে পদ্ধতির আশ্রয় নেয়া হয় তাদেরকে ডিজাইন প্রক্রিয়া বলে।
১৪। দ্রব্যের নক্সা প্রণয়নের পর উহা কোথায় পাঠানো হয়?
উত্তরঃ উৎপাদনীয় দ্রব্যের নক্সা প্রণয়নের পর উহা উৎপাদন বিভাগে পাঠানো হয়।
১৫। প্রোডাক্ট সাইকেল কী? উত্তরঃ নক্সা এবং ধারাক্রমিক উৎপাদন প্রক্রিয়ার বরণনা সম্বলিত চক্রকে প্রোডাক্ট সাইকেল বলে।
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
Facebook Group Page Twitter Google Plus
One Comment