NWPGCL,BADC,WZPDCL Job Exam Preparation(Electrical)
Job Exam Preparation for Electrical Sub Assistant Engineer Model – 15
১)যখন ডি.সিমেসিনকেজেনারেটর হিসাবেচালনা করা হয়, তাহলে লোড বৃদ্ধির সাথে সাথে –
ক)ঘূর্ণনের দিকে ব্রাশের অবস্থান এগিয়ে দিতে হবে
খ)ব্রাশের অবস্থান স্তির রাখতে হবে
গ)ঘূর্ণনের দিকে ব্রাশের অবস্থান পিছিয়ে দিতে হবে
ঘ)কিছুই করতে হয় না
উত্তরঃঘূর্ণনের দিকে ব্রাশের অবস্থান এগিয়ে দিতে হবে
২। জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে কোন টিকে বুঝায়-
ক)মেকানিক্যাল
খ)ইলেকট্রিক্যাল
গ)কমার্শিয়াল
ঘ)সব কয়টি
উত্তরঃসব কয়টি
৩। লোড বাড়ার সাথে সাথে ডি.সিজেনারেটর এর চৌম্বক ক্ষেত্রের বল-
ক)আর্মেচার রিয়্যাকশন
খ)ক্রস- ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ারর্টান
গ)ডি-ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ারর্টান
ঘ) সব কয়টি সত্য
উত্তরঃআর্মেচার রিয়্যাকশন
৪। শান্ট জেনারেটর এর সর্বোচ্চ দক্ষতা দেখাতে সক্ষম তখনই, যখন আর্মেচারলস –
ক)কনস্ট্যান্টলসের চেয়ে বেশি
খ)কনস্ট্যান্টলসের চেয়ে কম
গ)কনস্ট্যান্টলসের চেয়ে সমান
ঘ)একক
উত্তরঃকনস্ট্যান্টলসের চেয়ে সমান
৫)ডি.সিজেনারেটর যদি এক্সটারনালরেজিস্ট্যান্স ক্রিটিক্যালরেজিস্ট্যান্স এর চেয়ে বেশি হয়, তবে জেনারেটর টি-
ক)সর্বোচ্চ কারেন্ট দিবে
খ)সর্বোচ্চ কারেন্ট দিবে না
গ)সর্ব নিম্ন কারেন্ট দিবে
ঘ)সর্বাপেক্ষা অনুকূল কারেন্ট দিবে
উত্তরঃসর্বোচ্চ কারেন্ট দিবে
৬। ১৬ বিশিষ্ট ৪-পোলের একটি জেনারেটরে দুই স্তরে র্ল্যাপওয়াইন্ডিং করতে হবে, উক্ত জেনারেটর এর আর্মেচার সংখ্যা কত হবে-
ক)২টি
খ)৪টি
গ)৮টি
ঘ)১৬টি
উত্তরঃ১৬টি
৭। উপরিউক্ত জেনারেটরের আর্মেচার কন্ডাকটরের সংখ্যা কত হবে-
ক)৮টি
খ)১৬টি
গ)২৪টি
ঘ) ৩২টি
উত্তরঃ৩২টি
৮। উক্ত ওয়াইন্ডিং পোলপিচ কত হবে-
ক)৮টি
খ)১৬টি
গ)২৪টি
ঘ) ৩২টি
উত্তরঃ৩২টি
৯। উক্ত ওয়াইন্ডিং ফ্রন্ট পিচ কত হবে-
ক)৩টি
খ)৫টি
ঘ)৭টি
ঘ)৯টি
উত্তরঃ৭টি
১০। উক্ত ওয়াইন্ডিং ব্যাক পিচ কত হবে-
ক)৩টি
খ)৫টি
ঘ)৭টি
ঘ)৯টি
উত্তরঃ৯টি
১১। ডি.সি জেনারেটরে প্যারালাল অপারেশন এর শর্ত কয়টি-
ক)৩টি
খ)৫টি
ঘ)৭টি
ঘ)৯টি
উত্তরঃ৩টি
১২। একটি ৪-পোল ২৫০- কন্ডাকটরল্যাপউভ জেনারেটর ১০০০ RPM গতিবেগে ঘুরছে । যদি কোন পোলেফ্রাক্স ০.০৫ ওয়ে বার হয় , তবে জেনারেটরটির গতিবেগ কত হবে-
ক)২৩০V
খ)২৫০V
গ)২৭০V
ঘ)৩০০V
উত্তরঃ২৫০V
১৩। একটি ৮-পোল২৫০কন্ডাকটর, ল্যাপউভডি.সিজেনারেটরে উৎপন্ন ভোল্টেজ ২০০ভোল্ট, যদি প্রতি পোলেফ্লাক্স ৪*১০^৬ লাইনের হয়, তবে জেনারেটরটির কন্ডাকটরসংখ্যা কত হবে-
ক)১০০০rpm
খ)১২০০rpm
গ)১৫০০rpm
ঘ)২০০০rpm
উত্তরঃ১২০০rpm
১৪। একটি ৬ পোল ওয়েভ উভ ডি.সি জেনারেটর১০০০ r.p.m গতি বেগে ঘুরে ৬০০vউৎপন্ন হয়। যদি প্রতি পোলেফ্লাক্স০.০৬ওয়াভের হয়, তবে জেনারেটরটির কন্ডাকটর সংখ্যা কত হবে-
ক)১৫০টি
খ)২০০টি
গ)২৫০টি
ঘ)৩০০টি
উত্তরঃ২০০টি
১৫। একটি ৪পোলশান্ট জেনারেটরের ওভেব উক্ত আর্মেচারে ২০০ টিকন্ডাক্টর আছে এবং পূর্নলোডে২০ A বিতরণকরে। যদি ব্রাশের অবস্তান১৮’ এগিয়ে দেয়া হয়,তবে পূর্ন লোডে প্রতি পোলেডি-ম্যাগনেটাইজিংঅ্যাম্পিয়ারটান কত হবে?
ক)২০০
খ)১২০
গ)১৩০
ঘ)১০০
উত্তরঃ১০০
১৬। উপরিউক্তপ্রশ্নেক্সস-ম্যাগনেটাইজিংঅ্যাম্পিয়ারর্টানকতহবে-
ক)১০০
খ)১২০
গ)১৫০
ঘ)২০০
উত্তরঃ২০০
১৭। ৪-পোল, ল্যাপউভ একটি শান্ট জেনারেটরের আর্মেচার এবং শান্টফিন্ডরেজিন্ট্রান্স যথাক্রমে ০.৫ ওহম এবং ১১০ ওহম। যদি জেনারেটরটির ১১০ ভোল্টে ২০A কারেন্ট বিতরণ করে, তবে তাতে উৎপন্নই.এম.এফ কত হবে-
ক)১০০.৫V
খ)১২০.৫V
গ)১২০V
ঘ)১২৫V
উত্তরঃ১২০.৫V
১৮. 4-পোল, ওয়েভ একটি শান্টজেনারেটরের উৎপাদিতই.এম.এফ 250 ভোল্ট এবং আর্মেচাররেজিস্ট্যান্স 0.1 ওহম যদি এর লোড কারেন্ট এবং শান্টফিল্ডকারেন্ট যথাক্রমে 2.3A এবং 2A হয়, তবেটার্মিনালভোল্টেজকতহবে?
ক) 225 ভোল্ট
খ) 240 ভোল্ট
গ) 247 ভোল্ট
ঘ) 252.5 ভোল্ট
উত্তরঃ247 ভোল্ট
১৯. একটি 4-পোল, 1200 আর. পি.এমল্যাপ উক্ত ডি.সি জেনারেটরের 700 টি কন্ডাকটর আছে এবং প্রতি পোলেফ্লাক্স 0.0 ওয়েবার হলে, উৎপাদিতই.এম.এফ কত হবে?
ক)280ভোল্ট
খ) 300ভোল্ট
গ) 480ভোল্ট
ঘ)560 ভোল্ট
উত্তরঃ280ভোল্ট
২০. একটি ডি.সি জেনারেটরে উৎপাদিত ই.এম.এফ.520 ভোল্ট, এর কন্ডাকটর সংখ্যা 2000টি, প্রতি পোলেফ্লাক্স 0.013 ওয়েবার, গতিবেগ 1200 আর.পি.এম. এবং আর্মেচার ওয়াইজিংএ 4টিপ্যারালেল পথ আছে, পোলের সংখ্যা কত হবে?
ক) 2টি
খ) 4টি
গ)6টি
ঘ)8টি
উত্তরঃ4টি
২১.20 কিলোওয়াটের একটি শর্টশ্যান্টকম্পাউন্ড জেনারেটরের ফুল লোডে টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্ট, আর্মেচার সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ডরেজিস্ট্যান্স যথাক্রমে 0.1œ, 0.2œ এবং 100œ হলে, শান্টফিল্ড কারেন্ট কত হবে?
ক) 2A
খ) 100A
গ) 200A
ঘ)400A
উত্তরঃ2A
২২.উপরিউক্ত প্রশ্নে আবিষ্টই.এম.এফ কত হবে?
ক)30.2V
খ)169.8V
গ) 230.2V
ঘ)430.2V
উত্তরঃ30.2V
২৩. একটি 4-পোলল্যাপ উক্ত জেনারেটর 200 আর.পি.এমএ ঘুরছে।প্রতি পোলেফ্লাক্স 0.05 ওয়েবারএবংআর্মেচার কন্ডাকটরের সংখ্যা 960 হলে, উৎপাদিতই.এম.এফ কত হবে?
ক) 120V
খ)130V
গ) 160V
ঘ)180V
উত্তরঃ160V
২৪.উপরি উক্তপ্রশ্নে জেনারেটরটির আর্মেচার যদি ওয়েভওয়াইডিং হয়, তবে উৎপাদিতই.এম.এফ কত হবে?
ক) 100V
খ) 125V
গ)160V
ঘ)180V
উত্তরঃ125V
২৫. একটি 6-পোলওয়েভউক্তজেনারটেরেরআর্মেচারকন্ডাকটরসংখ্যা 250টিএবং 1200 আরপি.এম.এঘুরছে।ওপেনসার্কিটেজেনাটরটিউৎপাদিতই.এম.এফ 600ভোল্টহলে, প্রতিপোলেপ্রয়োজনীয়ফ্লাক্সকতহবে?
ক) 0.03 ওয়েবার
খ) 0.04 ওয়েবার
গ) 0.05 ওয়েবার
ঘ)0.07 ওয়েবার
উত্তরঃ0.04 ওয়েবার
২৬. একটি 4-পোল ল্যাপউন্ডশান্ট জেনারটের 250V ভোল্ট টার্মিনাল ভোল্টেজে 245V কারেন্ট সরবারহ করে।যদি আর্মেচার রেজিস্ট্যান্স এবং শান্টফিল্ড রেজিট্যান্স যথাক্রমে 0.04 œ এবং 50 œ হয়,তবে আবিষ্টই.এম.এফ. কত হবে?
ক)260V
খ)257.5V
গ) 250V
ঘ)220V
উত্তরঃ260V
২৭. 14-পোল, 432 কন্ডাকটর বিশিষ্ট এক টিডি.সি জেনারেটর 200 rmp এ ঘুরে।যদি এটার প্রতি ফ্লাক্স 0.025 ওয়েভার হয়, তবে এর আবিষ্ট ভোল্টেজ কত হবে?
ক)216V
খ) 324V
গ) 432V
ঘ) 480V
উত্তরঃ432V
২৮. 14-পোল, কন্ডাকটর সংখ্যা 500 টি,ল্যাপ ওয়াইডিং বিশিষ্ট জেনাটরের প্রতি পোলফ্লাক্স সংখ্যা 0.06 ওয়েবার এবংগতিবেগ 500mm হলে, উৎপাদিতই.এম.এফ.কত হবে?
ক)200 V
খ)250V
গ)300V
ঘ)400V
উত্তরঃ250V
২৯.এক টিডি.সি জেনারেটরের নোলোডটার্মিনালভোল্টেজ ২২০ ভোল্ট বং ফুল লোড ভোল্টেজ ২২০ ভোল্ট হবে, এর শতকরারে গুলেশন কত হবে?
ক) 9.09%
খ) 10%
গ)11%
ঘ) 90.9%
উত্তরঃ10%
PGCB Job Exam Written Question Model -1 for (EEE)-PDF
Download PDF
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
Facebook Group Page Twitter Google Plus