English to Bengali Translation(BCS,Bank english Preparation)
Some Important English to Bengali Translation for All Govt Job Question Such as BCS, Bank,Engineering . Admission Test (University) and Many Competition Exam
1.প্রশ্নঃ We mean business- বাক্যটির যথার্থ অনুবাদ–
উত্তরঃ আমরা কাজ নিয়ে থাকি
2.Question: ‘সততা সর্বোৎকৃষ্ট পন্থা’ – কোনটির অনুবাদ ?
উত্তরঃ Honesty is the best policy
3.প্রশ্নঃ কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?
উত্তরঃ ক্রিয়ার কাল
4.Question: Look before you leap.
উত্তরঃ ভাবিয়া করিও কাজ
5. প্রশ্নঃ One single bomb wiped the beautiful town Hiroshima and another Nagasaki- কোনটি সঠিক বাঙ্গানুবাদ?
উত্তরঃ একটিমাত্র বোমা সুন্দর শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করেছিল
6.প্রশ্নঃ ‘Books are a man’s best companion’s in life’- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী
7. প্রশ্নঃ He has gone to dogs- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ সে গোল্লায় গেছে
8. প্রশ্নঃ Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ–
উত্তরঃ সবুরে মেওয়া ফলে
9.প্রশ্নঃThere is no rose but throne- এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে–
উত্তরঃ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
10. প্রশ্নঃ ‘He is out of luck’- সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ তার পোড়া কপাল
11. প্রশ্নঃ ‘The anti-socials are still at large’-এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
উত্তরঃ সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
12. প্রশ্নঃ ‘A bad workman quarrels with his tools’- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ নাচতে না জানলে উঠান বাঁক
13. প্রশ্নঃ ‘He earns that much money which is necessary to keep body and soul together’- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ জীবন ধারনের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে।
14. প্রশ্নঃ The rose is a fragrant flower- এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ গোলাপ সুগন্ধি ফুল
15.প্রশ্নঃ ‘A beggar must not be a chooser’- এ বাক্যের যথার্থ অনুবাদ–
উত্তরঃ ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
16.প্রশ্নঃ ‘Rome was burning while nitro was playing on flute’ এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তরঃ কারো পৌষ মাস কারো সর্বনাশ
17. প্রশ্নঃ ‘The man is off his head’- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ–
উত্তরঃ লোকটির মাথা খারাপ হইয়াছে
18.প্রশ্নঃ ‘I’ll teach you a lesson’- বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ–
উত্তরঃ আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব
19. প্রশ্নঃ ‘Diamonds cuts Diamonds’- এর অনুবাদ কোনোটি?
উত্তরঃ মানিকে মানিক চেনে
20.প্রশ্নঃ It rains cats and dogs- বাক্যের সঠিক বাঙ্গানুবাদ কোনটি?
উত্তরঃ মুষলধারে বৃষ্টি হচ্ছে
Download PDF
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
You Can Follow us Facebook Group Page Twitter Google Plus
Leave a Comment !
One Comment