Electrical Departmental Math Question for sub Assistant Engineer
Electrical Engineering Departmental Math Exam Question Suggestion for Sub Assistant Engineers(SAE)
১। 25 KVA, 2000/200 ভোল্ট, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এর iron এবং ফুল লোড এ কপার লস যথাক্রমে 350W ও 400W। নির্ণয় কর – ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইফিসিয়েন্সি
(ক) হাফ লোড
(খ) ফূল লোড
২। একটি 20KVA, 440/220V, 1-Ø, 50Hz, ট্রান্সফরমার এর কোর লস 324W, হাফ লোডে কপার লস 100W হলে বের কর-
(ক) ফুল লোডে 0.8(lag) p.f এ দক্ষতা।
(খ) সর্বোচ্চ দক্ষতার জন্য শতকরা লোড ।
৩। একটি 230/460 ভোল্ট ট্রান্সফরমার এর প্রাইমারী Resistance 0.2Ω এবং Reactance 1.8Ω সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের কর, জখন 0.8 lagging পাওয়ার ফ্যাক্টর এ 10 Amp সরবরাহ করা হয়।
৪। সিঙ্গেল ফেজ (1-Ø) ট্রান্সফরমার এর সর্বোচ্চ দক্ষতার শর্ত বাহির কর।
৫। একটি 25KW, 250V ডিসি শান্ট জেনারেটরের আরমেচার এবং ফিল্ড রেজিট্যান্স যথাক্রমে 0.06 Ω এবং 100 Ω, নির্ণয় কর আরমেচারে উৎপন্ন মোট পাওয়ার; যখন
(ক) জেনারেটরের আউটপুটে 25 KW Power সরবরাহ করে ।
(খ) মোটরের ইনপুট পাওয়ার 25 KW
You can See this Post Also:
EGCB/PGCB/DPDC Full Question Pattern (Collected By Torikul Islam)
Download PDF
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
Facebook Group Page Twitter Google Plus