BREB Civil Sub Assistant Engineers Job Exam Preparation

Sharing is caring!

BREB Civil Sub Assistant Engineering(SAE) Job Exam Preparation Question with Answer(PDF)

 

১। BEPZA এর পূর্ণ অভিব্যক্তি কি?

২। কখন কোথায় প্রিস্ট্রেসড কংক্রিটের ব্যবহার শুরু হয়?

উত্তরঃ ১৯২৮ সালে ফ্রাঞ্চে।

৩। অতিরিক্ত চাপ, টান ও শীয়ার প্রতিরোধ করার জন্য কংক্রিটে কি ব্যবহার করা হয়?

উত্তরঃ এম, এস, রড।

৪। এম, এস কি?

৫। বর্তমানে ইলেকট্রিক খুঁটি ও রেলওয়ে স্লিপার নির্মাণে কোন কংক্রিট ব্যবহ্নত হয়?

উত্তরঃ প্রিস্ট্রেসড কংক্রিট।

৬। আর সি সি তে ব্যবহ্নত প্রচলিত রডের সর্বোচ্চ পীড়ন কত?

উত্তরঃ ৫০০০-৬০০০ কেজি/বসেমি।

৭। কংক্রিটের এফ চি এর মান কত?

উত্তরঃ ২৮০ কেজি/বসেমি।

৮। সিমেন্টের প্রধান উপাদান কত?

উত্তরঃ চুন, সিলিকা ও এলুমিনা।

৯। সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ সিমেন্টের সেটিং টাইম বিলম্বিত করার জন্য।

১০। পোর্টল্যান্ড সিমেন্টের ইনিশিয়াল টাইম কত?

উত্তরঃ ৩০ মিনিট।

১১। পোর্টল্যান্ড সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত?

উত্তরঃ ১০ ঘণ্টা।

১২। বাংলাদেশে ফাইন আগ্রিগেট হিসাবে কি ব্যবহার করা হয়?

উত্তরঃ বালি।

১৩। অধিকাংশ কংক্রিটে কত এফ,এম বিশিষ্ট বালি ব্যবহার করা হয়?

ইয়ত্তরঃ ১.৮।

১৪। বাংলাদেশের কোথায় কোথায় উৎকৃষ্টমানের বালি পাওয়া যায়?

উত্তরঃ সিলেট, রংপুর ও দিনাজপুর।

১৫। আর সি সি কাজে  সর্বোচ্চ কত সাইজের খোয়া ব্যবহার হয়?

উত্তরঃ ৩৭ মি মি।

You can see also Related  post

1. WASA Assistant Engineer’s Civil Exam Question Pattern

2.Bangladesh Rural Electrification Board MCQ Exam Question 

Next Page

Download PDF

 

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus