BPDB Job Question for Sub Assistant Engineers (Mechanical)
Bangladesh Power Development Board (BPDB),PDB Requirement Written Job Question Sample Paper Suggestion With Answer for Sub Assistant Engineer Mechanical and Power
১। অনুভুতি তাপ বা গ্রাহ্য তাপ কাকে বলে?
উত্তরঃ যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবতন ঘটায় তাকে অনুভুত তাপ বা গ্রাহ্য তাপ বলে।
২। সুপ্ত তাপ বা লীন তাপ কাকে বলে?
উত্তরঃ তাপমাত্রার পরিবতন না ঘটিয়ে একক ভরের কোনো বস্তুর এক অবস্তা হতে অন্য অবস্তায় রুপান্তরিক হতে যে তাপ প্রহণ বা বরজন করে তাকে সুপ্ত তাপ বা লীন তাপ বলে।
৩। বরফ গলনের সুপ্ত তাপ কাকে বলে?
উত্তরঃ 0০C তাপমাত্রার একক ভরের বরফকে 0০C তাপমাত্রার একক ভরের পানিতে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বরফ গলনের সুপ্ত তাপ বলে।
বরফ গলনের সুপ্ত তাপ 80cal/gm, 80kcal/gm.335kj/kg
৪। পানির কঠিনীভরের সুপ্ত তাপ কাকে বলে?
উত্তরঃ 0০C তাপমাত্রার একক ভরের পানি 0০C তাপমাত্রার একক ভরের বরফে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে পানির কঠিনীভরের সুপ্ত তাপ বলে।
এর মান- 80cal/gm, 80kcal/gm.335kj/kg
৫। পানির বাস্পীভবনের সুপ্ত তাপ কাকে বলে?
উত্তরঃ 100০C তাপমাত্রার একক ভরের পানিকে 100০C তাপমাত্রায় জলীয় বাস্পে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে পানির বাস্পীভবনের সুপ্ত তাপ বলে।
পানির বাস্পীভবনের সুপ্ত তাপের পরিমান- 2257kj/kg.539 cal/gm.539 cal/gm
৬। পানির ঘনীভবনের সুপ্ত তাপ কাকে বলে?
উত্তরঃ 100০C তাপমাত্রার একক ভরের স্টীমকে 100০C তাপমাত্রায় পানিতে পরিণত করতে যে তাপ বরজন করে তাকে পানির ঘনীভবনের সুপ্ত তাপ বলে।
এর মান- 539cal/gm.539 kcal.2257 kj/kg
৭।বৈদ্যুতিক চুল্লিতে কোন ধরনের বিদ্যুৎ প্রবাহিত হয়?
উত্তরঃ বৈদ্যুতিক চুল্লিতে এ সি এবং ডি সি উভয় বিদ্যুৎ প্রবাহিত হয়।
৮। প্রত্যক্ষ আক্র চুল্লিতে কয়টি ইলেকট্রোড থাকে?
উত্তরঃ প্রত্যক্ষ আক্র চুল্লিতে তিনটি কারবন বা গ্রাফাইটের ইলেকট্রোড থাকে।
৯।বৈদ্যুতিক চুল্লি কত প্রকার ও কী কী?
উত্তরঃ বৈদ্যুতিক চুল্লি প্রধানত ২ প্রকার, যথাঃ
১০। বৈদ্যুতিক আক্র।
১১। বৈদ্যুতিক আবেশন চুল্লি।
১২। আক্র চুল্লিতে ব্যবহ্নত ইলেকট্রোড কীসের তৈ্রি?
উত্তরঃ আক্র চুল্লিতে ব্যবহ্নত ইলেকট্রোড কারবন বা গ্রাফাইটের তৈ্রি।
১৩ আবেশন চুল্লি ক্ষমতা সাধারনত কত হয়?
উত্তরঃ আবেশন চুল্লি ক্ষমতা ৩০০ কেজি থেকে ৬০০০ কেজি।
১৪। বৈদ্যুতিক আবেশন চুল্লিতে কোন প্রকারের ইস্পাত অধিক উৎপাদিত হয়?
উত্তরঃ বৈদ্যুতিক আবেশন চুল্লিতে টুল স্টীল এবং ডাই স্টীল অধিক উৎপাদিত হয়।
১৫। প্রতি টন ইস্পাত উৎপাদনে কি পরিমান বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়?
উত্তরঃ প্রতি টন ইস্পাতের জন্য 700 থেকে 1000 k wh বিদ্যুতিক শক্তির প্রয়োজন হয়।
১৬। আবেশন চুল্লিতে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি সাধারনত কত হয়?
উত্তরঃ আবেশন চুল্লিতে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি সাধারনত ১০০০ থেকে ৩০০০ সাইকেল।
১৭। প্রত্যক্ষ বিদ্যুতিক চুল্লিতে আক্র কিভাবে নিয়ন্ত্রন করা হয়?
উত্তরঃ প্রথমে হাত দিয়ে পরবরতীতে আক্র স্থির ইলেকট্রোডের নিচের ধাতু গলে তরল অবস্থায় আসলে আক্র নিয়ন্ত্রন করা হয়।
১৮। কোন প্রকার ইস্পাত উৎপাদনের জন্য আবেশন চুল্লি বেশি উপযোগী?
উত্তরঃ অতি উচ্চ মানের ইস্পাত যেমনঃ টুল স্টীল, ডাই স্টীল ইত্যাদি উৎপাদনের জন্য আবেশন চুল্লি বেশি উপযোগী।