BPDB,BWDB Exam Questions for Assistant & Sub Assistant Engineers

Sharing is caring!

Bangladesh Power Development Board Written Question pattern Suggestion with Answer for Sub Assistant Engineer (Electrical and Electronics)

 

১। যখন সিনক্রোনাস মোটর কে over excited লোডে চালনা করা হয়, power factor তখন এর মান কিরুপ হয়?

উওরঃ যখন synchronous মোটরকে over excited লোডে চালনা করা হয়, তখন power factor এর মান leading  হয় অর্থাৎ p.f এর মান  বৃদ্ধি পায়।

২। 45 KVA, 440/110V, 1-φ ট্রান্সফরমার এর প্রাইমারিতে 1000 turn আছে। Is,Ns এবং Transformation Ratio বাহির কর?

BPDB,PDB Job Question Pattern with Answers for -EEE

৩। কোন সার্কিটের মোট ইম্পিডেন্স 48<260 হলে Resistance এবং Inductance এর মান নির্ণয় কর?

(যখন f=25Hz হয়)

Question Part-2

৪। 3-?, 4 wire, 50 Hz  সিনক্রোনাস মোটরের slip 0.04  হলে, রোটর ফ্রিকুয়েন্সি ও রোটর স্পিডের মান বের কর।

Question Part-3

৫। ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেষ্ট সম্পন্ন করার সময় লো-সাইডে শর্ট করার কারণ কি?

উওরঃ ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টে Low side কে Short করা হয় এবং High Side এ Instrument ব্যবহার করা হয়, কারণ Low Range Instrument ব্যবহার করা যায়।তাই সার্কিটকে ঠিক রেখে নিরাপদে কাজ সম্পন্ন করার জন্য শর্ট সার্কিট টেস্টে সেকেন্ডারী শর্ট করা হয়।

৬। ক) Kirchhoffs law বর্ণনা করুন।

খ) নিন্মের চিত্রে  Aও B  এর মধ্যেকার সমতুল্য রেজিস্ট্যান্স এবং A থেকে D তে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করুন।

৭।পাওয়ার ফ্যাক্টর বলতে কি বুঝেন?

৮। মোটর কি? ট্রেনে ও ক্রেনে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?

৯। ক) উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ শক্তি প্রেরণের সুবিধা কি কি ?

১০) ক) বাংলাদেশে বিদ্যমান সঞ্চালন লাইন ভোল্টেজ কত ধরনের ও কি কি?

খ) একটি ৩৩/১১ কেজি ৫ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রর Single Line Drawing     অংকন করুন?

গ) সার্কিট ব্রেকারের বৈশিষ্ট্য উল্লোখ করুন?

১১। ক) Synchronization বলতে কি বুঝায়?

খ) দুইটি অল্টারনেটর প্যারালালে চালাইতে কি কি শর্ত পূরণ করিতে হইবে?

গ) 3-phase 4-wire এবং 3-phase 3-wire Energy meter কোথায় ব্যবহৃত হয়? বর্ণিত দুই ধরনের মিটারের সংযোগ চিত্র পৃথকভাবে অংকন করুন?

১২। ক) System Engineering I Equipment Earthling এর প্রয়োজনীয়তা কি?

খ) ট্রান্সফরমার এর ওপেন সার্কিট টেষ্ট কেন এবং কিভাবে করা হয়, সংযোগ চিত্র সহ লিখুন?

গ) একটি বিদ্যুৎ উপকেন্দ্র 11/.4kv, থ্রি-ফেজ 500KVA 50 Hz Transformer  এর নিচাপ প্রান্তে একটি 1000 AMP three phase Air ckt Breaker লাগান আছেঃ

র) ট্রান্সফরমারের পূর্ণ লোডে এইচটি এবং এলটি সাইডে কারেন্টের পরিমাণ নির্ধারণ করুন?

রর) LT প্রান্তে ৮০% (সর্বোচ্চ) অ্যাম্পিয়ার লোডের জন্য সার্কিট ব্রেকারে কত Amp Setting প্রয়োজন?

১৩। টিকা লিখুন (যে কোন ৩টি ) :-

Auto Transformer, Power Factor Improvement, Skin Effect, Marshaling box.

Next Page

You can see this post also   PDB,BAPEX,PGCB Departmental Broad Question

 

 Download PDF

 

 

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus

 
 

Add a Comment