Bangladesh Water Development Board(BWDB) Exam Question

Sharing is caring!

Bangladesh Water Development Board(BWDB) Exam  Written Question Suggestions for Assistant Electrical and Electronics Engineers

সংক্ষিপ্ত প্রশ্নঃ-(১*২)=২০

 

১। চ্যানেল ব্যান্ডে টিউব কি কি বিষয়ের উপর নির্ভরশীল?

২। Low level ও high level Modulation বলতে কি বুঝায়?

৩। ‘বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার শূন্য’ ব্যাখ্যা করুন।

৪। ফেজ সিকুয়েন্স পরিক্ষার পদ্ধতিগুলির নাম লিখুন।

৫। Facsimile প্রেরক যন্ত্রের লে-আউট অংকন করুন।

৬। Network Topology এর প্রকারভেদ চিত্রের সাহায্যে দেখান।

৭। টেলিকমিউনিকেশনে ক্যাবলের কালার কোড ব্যাখ্যা করুন।

৮। স্ট্যান্ডার্ড নির্বাচনকারী প্রধান সংস্থাসূহের নাম লিখুন।

[International Standard Organization (ISO)]

৯। লো-অর্থ আরবিট আপগ্রহ সম্বন্ধে সংক্ষেপে লিখুন।

১০। MODEM এর কার্যাবলী লিখুন।

গ-বিভাগ

রচনামূলক প্রশ্নঃ-(৫*২=১০)

১। একটি কমিউনিকেশন রিসিভার এর বক ভায়গ্রাম অংকন করে বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বর্ণনা দিন।

২। চিত্রের সাহায্যে মোবাইল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম বর্ণনা করুন।

You Can See Electronics Related Post: 

 A full Suggestion ET & EEE Assistant Engineer PGCB,PDB,DPDC,NWPGC

 DESCO,PGCB,PDB Job Question for Electronics Engineer

Next Page

Download PDF

 

 

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus

 
Leave a Comment !