NWPGCL Job Exam Question with Answer(PDF) for Mechanical Engineers

Sharing is caring!

North West Power Generation Company Limited (NWPGCL) Job Question Suggestion for Sub Assistant Engineer(Mechanical) with Answer PDF

 

১। যখন কোন বস্তুর উপর বহিঃস্ত কোন বল প্রযুক্ত হয়, তখন বস্তর ভেতরে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটে। প্রতি একক ক্ষেত্রের উপর উৎপন্ন এ প্রতিক্রিয়া বলকে বলা হয়-

ক) স্টেইন

খ)স্টেস

গ)চাপ

ঘ)মডুলাস

উত্তরঃ স্টেস

২। M.K.S  এককেস্টেসেরএকক-

ক) kg cm

খ)kg/cm

গ)kg/cm^

ঘ)N/m^2

উত্তরঃ kg/cm^

৩। S.I এককেস্টেসেরএকক-

ক)  N/mm^2

খ)KN/mn^2

গ) MN/m^2

ঘ)কোনটি নয়

উত্তরঃ কোনটি নয়

 

৪। প্রতিএককদৈর্ঘহবিচ্যুতিকেবলে-

ক)স্টেইন

খ)কম্প্রেশনস্টেস

গ)টেনসাইলস্টেস

ঘ)শিয়ারস্টেস

উত্তরঃ স্টেইন

৫। হুকস্ ল কোনবিন্দুপয্ন্তভালভাবেমেনেচলে ?

ক)ইল্ডপয়েন্ট

খ)ইসলামিক লিমিট

গ)প্লাস্টিকলিমিট

ঘ)ব্রেকিংপয়েন্ট

উত্তরঃ খ)ইসলামিক লিমিট

৬)ইসলামিক সীমা পয্ন্ত যখন বস্তুতে লোড প্রযুক্ত হয় ,তখন স্টেস্‌,স্টেইনের-

ক)সমান

খ)সমানুপাতিক

গ)  বিপরীত

ঘ)কোনটিনয়

উত্তরঃ সমানুপাতিক

৭)রৈখিকপীড়ন ও রৈখিকবিকৃতিরঅনুপাত কে বলে-

ক) মডুলাস অব রিজিডিটি

খ) ইলাসটিসিটিলিমিট

গ)  প্লাস্টিকলিমিট

ঘ) ব্রেকিংপয়েন্ট

উত্তরঃ মডুলাস অব রিজিডিটি

৮। ইয়ং মডুলাস হলোএকটি অনুপাত–

ক। রৈখিকপীড়ন ও রৈখিক বিকৃতি

খ। পার্শ্ববিকৃতিওপার্শ্বপীড়নগ।

গ। রৈখিকরৈখিকওপার্শ্ববিকৃতি

ঘ। কর্তনপীড়নওকর্তনবিকৃতি

উত্তরঃ রৈখিকপীড়ন ও রৈখিক বিকৃতি

৯। মাইলড স্টইলের সর্বোচ্চ টানা  পীড়ন , সর্বোচ্চ চাপা পীড়নের –

ক। সমান

খ। কম

গ। আধিক

ঘ। কোনটাই নয় ।

উত্তরঃ কম

১০। দুই ম্যাটারিয়ালের মডুলার  বেশিও হলো একটি অনুপাত-

ক। রৈখিক পীড়ন ও পার্শ্ব    বিকৃতি

খ। রৈখিক পীড়ন ও রৈখিক বিকৃতি

গ। কর্তন পীড়ন   ও কর্তন বিকৃতি

ঘ। তাদের ইলাস্টিক মডুলাস

উত্তরঃ তাদের ইলাস্টিক মডুলাস

১১। যখন কোন বার -এ তাপমাত্রার পরিবর্তনের সাথে বিচ্যুতি প্রতিরোধ করা হয় ,তখন যে  পীড়ন উৎপন্ন হয়-

ক। টানা পীড়ন

খ।চাপা পীড়ন

গ। কর্তন পীড়ন

ঘ। থার্মাল পীড়ন

উত্তরঃ থার্মাল পীড়ন

১২। পার্শ্ব  বিকৃতি ও রৈখিকবিকৃতির অনুপাতকে বলে-

ক। মডুলাস অব ইলাস্টিসিটি

খ। মডুলাস অব রিজিডিটি

গ। কর্তন

ঘ। পয়সন’স অনুপাত

উত্তরঃ পয়সন’স অনুপাত

১৩। পরিবর্তিত আয়তন ও প্রকৃত আয়তনের অনুপাতকে বলে-

ক। রৈখিক বিকৃতি

খ। পার্শ্ব বিকৃতি

গ। আয়তনিক বিকৃতি

ঘ। পয়সন’স অনুপাত

উত্তরঃ আয়তনিক বিকৃতি

১৪। ইলাস্টিক সীমার মধ্যে শিয়ার ট্রেস এবং  শিয়ার স্ত্রেইন-

ক। সমান

খ। কম

গ। অধিক

ঘ। সরাসরি সমানুপাতিক

উত্তরঃ সরাসরি সমানুপাতিক

১৫। শিয়ার মডুলাস হলো অনুপাত-

ক) রৈখিক পীড়ন ও  রৈখিক  বিকরিতি

খ) রৈখিক পীড়ন ও  পার্শ্ব বিকরিতি

গ) আয়তনিক  বিকরিতি ও রৈখিক  বিকরিতি

ঘ) করতন পীড়ন ও  করতন  বিকরিতি

১৬।  যখন কোন বস্তুকে সরাসরি টানা ট্রেস উৎপন্ন হয়,তখন সবোচ্চ করতন পীড়ন সাধারণ পীড়নের-

ক)সমান

খ)অধেক

গ)দিগুণ

ঘ)কোনটিই নয়

উত্তরঃ অধেক

১৭। একটি বডিতে জমাকৃ্ত স্টেইন এনারজি হলো-

ক)রেজিলিয়েন্স

খ)প্রুফ রেজিলিয়েন্স

গ)ইমপ্যাস্ট এনারজি
ঘ)মডুলাস অফ  রেজিলিয়ে

উত্তরঃ রেজিলিয়েন্স

১৮। যে বিমের একপ্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত, তাকে বলে-

ক) সিমপ্লে সাপোটেড বিম

খ) ফিক্সড বিম

গ) ওভার হ্যাঙ্গিং বিম

ঘ) ক্যান্টিলিভার বিম

উত্তরঃ ক্যান্টিলিভার বিম।

১৯। একটি বিম যদি তার সাপোটেড বিন্দু থেকে বরধিত থেকে তবে তাকে বলে-

ক) সিমপ্লি সাপোটেড বিম।

খ) ফিক্সড বিম।

গ) ওভারহ্যাঙ্গিং বিম।

ঘ) ক্যান্টিলিভার বিম।

উত্তরঃ ওভারহ্যাঙ্গিং বিম।

২০। একটি বিম যদি দুই প্রান্ত আবদ্ধ থাকে, তবে তাকে বলে-

ক) সিমপ্লি সাপোটেড বিম।

খ) ফিক্সড বিম।

গ) ওভারহ্যাঙ্গিং বিম।

ঘ) ক্যান্টিলিভার বিম।

উত্তরঃ ফিক্সড বিম।

২১। একটি ফিক্সড বিম হলো, যার উভয় প্রান্ত-

ক)ফিক্সড

খ) একটি ফিক্সড

গ) একটি মুক্ত

উত্তরঃ ফিক্সড

২২। কন্টিনিউয়াস বিম হলো সেটি, যার-

ক) উভয় প্রান্ত  ফিক্সড

খ) একপ্রান্ত আবদ্ধ ও প্রান্তমুক্ত।

গ)দুই-এর অধিক সাপোটেড।

ঘ) সাপোটেড। অধিক

উত্তরঃ দুই-এর অধিক সাপোটেড।

২৩। কাস্ট আয়রনের পয়সনের অনুপাতের পরিবর্তিত সীমা-

ক.0.23 to 0.27     খ.0.25 to 0.23

গ.0.31 to 0.34     ঘ.0.32 to 0.42

উত্তর-খ

২।৪ পরিবর্তিত আয়তন ও প্রকৃত আয়তনের অনুপাতকে বলে-

ক. ৈরখিক বিকৃতি         খ. পার্শ্ব বিকৃতি

গ. আয়তনিক বিকৃতি       ঘ. পয়সন’স অনুপাত

উত্তর-গ

NWPGCL,WZDPCL,BADC Job Question Suggestion Mechanical

২৮। ইলাসটিক সীমার মধ্যে শিয়ার ট্রেস এরং শিয়ার স্ট্রেইন-

ক. সমান             খ.কম

গ. অধিক             ঘ. সরাসরি সমানুপাতিক

উত্তর-ঘ

More Post PGCB,DESCO,EGCB Mechanical Engineering Job Question with Answers(PDF) 

More Post PGCB,BAPEX,PDB Exam Question (Departmental) with Answer(PDF)

More Post PGCB,DESCO,EGCB Mechanical Engineering Job Question with Answers(PDF)

Next Page

  Download PDF

 

If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website

 Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…

 Facebook Group Page     Twitter        Google Plus