BCS,PSC,Bank,General Knowledge about Patigonit with Answer(PDF)
Some Important General Knowledge about Patigonit for BCS,PSC, Bank Exam,Engineering Job Exam and all Admission Exam. It is Collect from current Affairs
১. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ____।
উত্তরঃ ৮০ হবে।
২. একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যুনতম কতজন ছাত্র আছে?
উত্তরঃ ২৪০
৩. রোমান M প্রতীকের অর্থ কোনটি?
উত্তরঃ ১০০০
৪. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
উত্তরঃ ৭/৯
৫. ৩৩(১/৩)% এর সমান ভাগ্নাংশ কত হবে?
উত্তরঃ ১/৩
৬. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে।
ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
উত্তরঃ ২৮ দিন
৭. ৬০ মিটার দীর্ঘ রাশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ ৩০
৮. যদি B = {x:x2=9, 2x=4} হয়, তবে B =?
উত্তরঃ {-3,3,2}
৯।একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30০। গাছটি 12 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছ কত দূরে অবস্থিত?
উত্তরঃ 12√3 মিটার
১০. ৯০^০ কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
উত্তরঃ ৯০^০
১১. ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়?
উত্তরঃ উচ্চতা
১২. সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত?
উত্তরঃ ১৩:১২:৫
১৩। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
উত্তরঃ ৪০০
১৪. ৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
উত্তরঃ ৮ সে.মি.
১৫। যদি a+b+c =0 হয়, তবে a3+b3+c3 এর মান কত?
উত্তরঃ 3abc
১৬. 2^n÷2^(n-1)=কত?
উত্তরঃ 2
১৭. 3 cm, 4.5 cm, 5.5 cm বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উত্তরঃ 6.75
১৮। পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে?
উত্তরঃ ইউরেনিয়াম
১৯. দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০ হলে সময়ের পার্থক্য কত?
উত্তরঃ ৪ মিনিট
২০. সবচেয়ে মূল্যবান ধাতু কি?
উত্তরঃ প্লাটিনাম
২১. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
উত্তরঃক্যাপসিসিন
২২। টাসস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে?
বিল গেটস/চার্লস ব্যাবেজ/স্টিভ জবস/জর্জ বুশ
(জানা নাই তবে এই টা প্রথম আবিস্কার করে IBM Simon কম্পানি)
২৩. KAFCO কোথায় অবস্থিত?
উত্তরঃচট্টগ্রাম
২৪. ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
উত্তরঃদুধ
২৫. নবায়নযোগ্য জ্বালানী কি?
উত্তরঃপরমানু শক্তি
২৬. রূপসী বাংলার কবি কে?
উত্তরঃজীবনানন্দ দাশ
২৭. ‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ কোনটি?
সংযত/সদাচার/সভ্যতা/সততা
(জানা নাই)
২৮. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
উত্তরঃ২ টি
২৯. “ষ্ণ” যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়?
উত্তরঃষ+ণ
৩০. নিচের কোন শব্দ অশুদ্ধ?
উত্তরঃসুকেশীনী,
সুকেশিনী,
৩১. ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃঅলংকার
৩২. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃহ্যানা ক্যাথেরিন
৩৩. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তরঃসমাস
৩৪. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—
উত্তরঃধাতু
৩৫. ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা?
উত্তরঃউপন্যাস
৩৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃশারীরিক,
৩৭. কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
উত্তরঃআনন্দময়ীর আগমনে
৩৮. যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে—এক কথায় প্রকাশ করলে হবে—
উত্তরঃকৃপণ
৩৯. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ সান্ত্বনা, এই টা একটু দেখবেন
৪০. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
Ans:জাপানী
৪১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়—
উত্তরঃনেপালে
৪২। ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা—
উত্তরঃবিদ্যাপতি
৪৩. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়—
উত্তরঃ১৮০১ সালে
৪৪. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তরঃঅন্নদামঙ্গল কাব্যের
৪৫. বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান—
উত্তরঃরোমান্টিক প্রণয়োপাখ্যান
৪৬. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃনিষিদ্ধ লোবান
৪৭. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
উত্তরঃগল্প
৪৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—
উত্তরঃঅগ্নিবীণা
৪৯. ‘আটকপালে’ বাগধারার অর্থ—
উত্তরঃহতভাগ্য
৫০. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা?
উত্তরঃরঙ্গলাল
You Can See Also This Post
Important General Knowledge for BCS,Bank,Engineering Job Exam
Download PDF
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
Facebook Group Page Twitter Google Plus