BPDB Recruitment Exam Question with Answer-EEE (PDF)
Bangladesh Power Development Board (BPDB) Recruitment Job Old Question Paper’s with Answer for Electrical and Electronics Engineer’s. Important Short Question for PDB Exam.
১.ট্রায়াক কি?
উওর: TRIAC হল তিন প্রান্ত ও পাচঁ স্তরের একটি অর্ধপরিবাহি সুইচিং ডিভাইস।
২.ইন্টিগ্রেটিং সার্কিট বলতে কিবুঝায়?
উওর:যে সার্কিটের আউটপুটে ভোল্টেজের সরাসরি ইন্টিগ্রালের সমানুপাতিক তাকে ইন্টিগ্রেটিং সার্কিট বলে।
৩.অ্যামপ্লিফায়ারের ফ্রিকুয়েন্সি রেসপন্স বলতে কি বুঝায়?
উওর:কোনো অ্যামপ্লিফায়ারের সার্কিটের ভোল্টেজ গেইন এবং ফ্রিকুয়েন্সির মধ্যকার সম্পর্ক স্থাপন করলে যে কার্ভ পাওয়া যায় তাকে সেই অ্যামপ্লিফায়ারের ফ্রিকুয়েন্সি রেসপন্স কার্ভ বলে।
৪.ক্যাসকেডিং এর প্রয়োজনীয়তা কি?
উওর:কোনো অ্যামপ্লিফায়ার সার্কিটে অধিক আউটপুট গেইন প্রাপ্তির জন্য একাধিক অ্যামপ্লিফায়াকে ক্যাসকেডিং করা হয়।
৫বায়াসিং এর ভিত্তিতে অ্যামপ্লিফায়ারের শ্রেণীবিভাগ লিখ।
উওর: ক্লাস-এ (Class-A)
ক্লাস- বি (Class-B)
ক্লাস-সি ( Class-C)
ক্লাস-এবি ( Class-AB)
৬. CMOS এবং UJTও MOSFET এর পূর্ণ নাম লিখ।
উওর: CMOS এর পূর্ণ নাম হল Complementary Metal Oxide Semiconductor এবং UJT এর পূর্ণ নাম Unijunction transistor ও MOSFET এর পূর্ণ নাম হল Metal Oxide Semiconductor Field Effect Transistor|
7.কারেন্ট স্যাম্পলিং কি?
উওর: এই পদ্ধতিতে ফিডব্যাক এনার্জিকে ফিডব্যাক নেটয়ার্কেও মাধ্যমে আউটপুটের সাথে সিরিজে সংযোগ করা হয়। ফলে এতে সার্কিটে কারেন্ট প্রবাহিত হয়।
৮. VCO, UTP এবং LPT এর অর্থ কি?
উওর: VCO এর অর্থ হল ভোল্টেজ কনট্রোলড অসিলেটর, UTP আপার ট্রিগার পটেনশিয়াল এবং LPT এর অর্থ হল লোয়ার ট্রিগার পটেনশিয়াল।
৯. মনোস্টাবল ও এ্যাস্টবল অর্থ কি?
উওর: মনোস্টাবল অর্থ হল একটি স্থায়ি অবস্থা এবং এ্যাস্টবল অর্থ হল স্থায়ী হয় না অর্থাৎ এর কোনো স্থায়ী অবস্থা নাই।
১০. সিলিকা জেলের কাজ কি?
উওর: সিলিকা জেলের কাজ হল ব্রীদার এর মধ্য দিয়ে বাতাস যাওয়ার সময় তা হতে জলীয়বাষ্প শোষণ করা।
১১. ট্র্যান্সফরমাওে মিউচুয়াল ফ্লাক্স কী সৃষ্টি করে?
উওর: মিউচুয়াল ফ্লাক্স উভয় ওয়াইন্ডিং –এ সংশ্লিষ্ট হয় ও ইনডিউস্ড ই.এম.এফ এর সৃষ্টি করে।
১২. ইফিসিয়েন্সি কাকে বলে?
উওর: আউটপুট এবং ইনপুট পাওয়ারের অনুপাতকেই ইফিসিয়েন্সি বা দক্ষতা বলে।
১৩. ট্র্যান্সফরমারের কপার লস্ কিসের উপর নির্ভর করে?
উওর:এটি লোডের উপর নির্ভর করে।
১৪. কাপলিং লুপ কি?
উওর: কাপলিং লুপ মূলত এক প্রকার ম্যাগনেটিক কাপল যাকে এমন স্থানে বা কাছাকাছি সংযোগ দিতে হয় যেখানে ম্যাগনেটিক ফিল্ড সর্বোচ্চ হয়।
১৫. ডোমিন্যান্ট ফ্রিকুয়েন্সি কি?
উওর:কোনো ওয়েভগাইডের মধ্য দিয়া সর্বনি¤œ যে ফ্রিকুয়েন্সি প্রবাহিত হতে পাওে তাকে ডোমিন্যান্ট ফ্রিকুয়েন্সি বলে।
১৬. পূর্ণনাম লেখ CCTV CCIR
DIi: CCTV=Close Circuit TV
MATV=Master Antenna TV
১৭. স্বয়ংচালু ক্ষমতাসম্পন্ন সিনক্রোনাস মোটর কিসের সাহায্যে চালু হয়?
উওর: ড্যাম্পার ওয়াইন্ডিং এর সাহায্যে এ ধরনের মোটর স্বয়ংচালু হয় ।
১৮. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে সবচেয়ে বেশি কী ব্যবহৃত হয়?
উওর: সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়।
১৯. ইলেকট্রনিক্স কাকে বলে?
উওর:ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় ভ্যাকুয়াম টিউব, গ্যাস টিউব, সেমিকন্ডাকটর ইত্যাদিও মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ নিয়ে আলোচনা কওে তাকে ইলেকট্রনিক্স বলে।
২০. রেজিস্টার কাকে বলে?
উওর:কম্পিউটারের যে অংশ তথ্য বা অ্যাড্রেসসমূহ ধারণ কওে, তাকে রেজিস্টার বলে।
Download PDF
If you want to get each and every post, Just press your Keyboard (CTRL+D) to Bookmark our Website
Follow and Join our Facebook Group Page & Social Site to Get Update daily…
Facebook Group Page Twitter Google Plus