উপ-সহকারি প্রকৌশলী জব প্রশ্নের ধরন টা দেখে নিন

Sharing is caring!

উপ-সহকারি প্রকৌশলী জব প্রশ্নের ধরন টা দেখে নিন

 

1.DUET ভর্তি গাইড ভালো করে পড়ুন।
2. জেনারেল নলেজও ভালো প্রস্তুতি নিন (বাংলা, ইংরেজি, গনিত, সাধারণ জ্ঞান, পদার্থ, রসায়ন)
3. DPDC ও PGCB তে ডিপার্টমেন্ট থেকে ৭০ নম্বর, সাধারণ থেকে ৩০ নম্বর হয়ে থাকে।
4. DPDC ও PGCB এর ওয়েবসাইট ভিজিট করে আবেদন করুন।
5. চাকরির প্রস্তুতি নিন, বুঝে-শুনে সময় মত নির্ভুল ভাবে চাকরির আবেদন করুন।

PGCB এর প্রশ্ন মডেলঃ 

PGCB তে ডিপার্টমেন্ট প্রশ্নঃ
অতি সংক্ষিপ্ত ১০টি থাকে ১০X২ = ২০
সংক্ষিপ্ত ১০টি ১০X৩ = ৩০
বড় প্রশ্ন (সাধারণত ম্যাথ) ৫টি, ৫X৪ =২০
এভাবে মোট ৭০ নম্বর
PGCB তে নন-ডিপার্টমেন্ট (অতি সংক্ষিপ্ত) প্রশ্নঃ
বাংলা = ৫, ইংরেজি = ৫, গনিত = ৫, সাধারণ জ্ঞান = ৫, পদার্থ = ৫, রসায়ন = ৫

DPDC এর প্রশ্ন মডেলঃ

DPDC তে ডিপার্টমেন্ট প্রশ্নঃ
লিখিত ৪৫ নম্বর, MCQ ২৫টি ২৫ নম্বর
DPDC তে নন-ডিপার্টমেন্ট প্রশ্নঃ
MCQ ৬০টি ৩০ নম্বর (৬০x০.৫ = ৩০)

EGCB এর প্রশ্ন মডেলঃ

EGCB এর উপ-সহকারী(তড়িৎ) পদের জন্য PGCB এর মত প্রশ্ন হয়ে থাকে । তবে গত ১৮/১২/২০১৫ তারিখে ঢাকা পলিটেকনিকে যে পরীক্ষা হল এবার একটু ব্যাতিক্রম হয়েছে। এবার ডিপার্টমেন্ট ৫০ মার্কে হয়েছে, জেনারেল ২০ মার্কস । জেনারেল ২০ মার্কস অতি সংখিপ্ত (MCQ নয়)। আর ডিপার্টমেন্ট ১০x2 = ২০ নাম্বার, ১০x৩ =৩০ নাম্বার হয়েছে। বাকী ৩০ নাম্বার হয়ত ভাইবার জন্য রেখে দিয়েছে। তবে এবার যারা PGCB তে পরীক্ষা দিবেন এরকম প্রস্তুতি নিবেন।

I hope you are all benefited by this Suggestion.So Please Like us and Stay with us by Joining Facebook Group Page

Leave a Comment !

4 Comments